জানুয়ারির প্রথম দিনেই নতুন বই পাবে শিক্ষার্থীরা : অর্থ উপদেষ্টা

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৩৪

ছবি : সংগৃহীত
আগামী শিক্ষাবর্ষে জানুয়ারির প্রথম দিনেই শিক্ষার্থীরা নতুন বই হাতে পাবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
রোববার (২১ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টাপরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
ড. সালেহউদ্দিন বলেন, ‘নতুন বই ১ জানুয়ারিতে আমাদের দেওয়ার কথা। কিছু অর্ডার ইতোমধ্যে দেওয়া হয়েছে। তবে আজ আমরা আরও ভালোভাবে যাচাই করতে বলেছি।’
তিনি জানান, গত বছর নভেম্বরে বই ছাপানোর অর্ডার দেওয়া হয়েছিল। সে কারণে শিক্ষার্থীরা জানুয়ারির বদলে মার্চে বই পেয়েছিল। এবার যাতে এমন না হয়, সেজন্য সেপ্টেম্বরে অর্ডার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। যাচাই-বাছাই শেষে এ মাসের মধ্যেই বাকি অর্ডার চূড়ান্ত হবে।
অর্থ উপদেষ্টা বলেন, ‘গতবার যেহেতু নভেম্বরে অর্ডার হয়েছিল, এবার সেপ্টেম্বরেই কাজ শুরু করা হয়েছে। আমরা চেষ্টা করছি সপ্তাহ দু’এক মধ্যে যাচাই-বাছাই শেষ করে ফেলব।’
তিনি জানান, বই তৈরির কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। কিছু প্রতিষ্ঠান একাধিক অর্ডার নিয়ে মনোপলি করেছে, আবার কোথাও মান নিয়ে প্রশ্ন রয়েছে। এসব প্রতিষ্ঠান চিহ্নিত করতে বলা হয়েছে।
কোন কোন প্রতিষ্ঠানকে বই ছাপানোর দায়িত্ব দেওয়া হবে—সে বিষয়ে সিদ্ধান্তও এ মাসের মধ্যেই হয়ে যাবে বলে জানান অর্থ উপদেষ্টা।
এসআইবি/এএ