আবারও ভূমিকম্পে কেঁপে উঠেছে সিলেট। রোববার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টা ১৯ মিনিটে সুনামগঞ্জের ছাতক এলাকা থেকে উৎপত্তি হওয়া এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪।
সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সজিব হোসেন বলেন, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সুনামগঞ্জের ছাতক। ভূমিকম্পের মাত্রা কম হওয়ায় অনেকেই ঝাঁকুনি অনুভব করতে পারেননি। এই মৃদু ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে গত ১৪ সেপ্টেম্বর বিকেল ৫টা ১১ মিনিটে সিলেটে একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল। ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের আসামে। যা সিলেট থেকে ১৩১ মাইল দূরে। রিখটার স্কেলে সেটির মাত্রা ছিল ৫.৯।
এমবি

