Logo

জাতীয়

ফের ভূমিকম্পে কাঁপল সিলেট

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৫:০২

ফের ভূমিকম্পে কাঁপল সিলেট

আবারও ভূমিকম্পে কেঁপে উঠেছে সিলেট। রোববার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টা ১৯ মিনিটে সুনামগঞ্জের ছাতক এলাকা থেকে উৎপত্তি হওয়া এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪।

সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সজিব হোসেন বলেন, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সুনামগঞ্জের ছাতক। ভূমিকম্পের মাত্রা কম হওয়ায় অনেকেই ঝাঁকুনি অনুভব করতে পারেননি। এই মৃদু ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে গত ১৪ সেপ্টেম্বর বিকেল ৫টা ১১ মিনিটে সিলেটে একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল। ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের আসামে। যা সিলেট থেকে ১৩১ মাইল দূরে। রিখটার স্কেলে সেটির মাত্রা ছিল ৫.৯।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ভূমিকম্প

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর