Logo

জাতীয়

পিআর নিয়ে সরকারের পক্ষ থেকে বেশি কথা বলা ঠিক হবে না : প্রেস সচিব

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২৩

পিআর নিয়ে সরকারের পক্ষ থেকে বেশি কথা বলা ঠিক হবে না : প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি : সংগৃহীত

প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) ব্যবস্থা সংক্রান্ত সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোই নেবে। সরকারের পক্ষ থেকে এ বিষয়ে বেশি কথা বলা ঠিক হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 

রোববার (২১ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে দ্য ডেইলি স্টারের সম্মেলন কক্ষে গবেষণা সংস্থা ইনোভেশনের জরিপের ফলাফল উপস্থাপন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। 

তিনি বলেন, ‘জরিপের পরিসংখ্যান দেখাচ্ছে সরকারের ওপর জনগণের আস্থা রয়েছে। জরিপে ৯৫ শতাংশ মানুষ ভোট দিতে চাচ্ছেন, যা আগামী নির্বাচনের অন্তর্ভুক্তিমূলক হওয়ার ইঙ্গিত দেয়।’

প্রেস সচিব আরও বলেন, ‘বাংলাদেশে কেউ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারবে না। সবাই ভোটে অংশ নিলে নির্বাচন ভালো হবে।’

ইনোভেশনের জরিপে দেখা গেছে, দেশের ৫৬ শতাংশ মানুষ পিআর সিস্টেম সম্পর্কে অবগত নন। ২১.৮ শতাংশ পিআর চান এবং ২২.২ শতাংশ চান না। জরিপে ১০,৪১৩ জন অংশগ্রহণ করেন। এদের মধ্যে ৬৯.৯ শতাংশ মনে করেন, একটি অন্তর্ভুক্তিমূলক সরকার নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে সক্ষম হবে। তবে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের অংশগ্রহণকারীরা এ বিষয়ে তুলনামূলক কম ইতিবাচক মনোভাব দেখিয়েছেন।

  • এসআইবি/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

প্রেস সচিব সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর