ফায়ার সার্ভিসের দগ্ধ ৩ সদস্যের অবস্থা আশঙ্কাজনক : স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৩

গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গুদামে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে দগ্ধ ফায়ার সার্ভিসের ৩ সদস্যের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তাদের চিকিৎসাসহ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা সরকারের পক্ষ থেকে নেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি দগ্ধ ফায়ার সার্ভিস কর্মীদের দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দগ্ধদের চিকিৎসায় যা যা প্রয়োজন সবকিছু সরকার করবে। কেমিক্যাল গোডাউন অপসারণের বিষয়েও সর্বোচ্চ চেষ্টা করা হবে।
জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন জানান, দগ্ধ ৩ জনের শরীরে ৪০ শতাংশের বেশি বার্ন হওয়ায় তাদের অবস্থা আশঙ্কাজনক। তবে একজন এখন আশঙ্কামুক্ত রয়েছেন।
এর আগে সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে গাজীপুরের টঙ্গীর নতুন বাজার রেলগেট সাহারা মার্কেট এলাকায় একটি কেমিক্যাল গুদামে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণ থেকে সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করে। এ সময় ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে অংশ নিলে ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা ও চারজন ফায়ার ফাইটার দগ্ধ হন।
ঢাকা জোন-৩ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল মন্নান জানান, বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করলে দুর্ঘটনাটি ঘটে।
এনএমএম/এমবি