আমি থাকা অবস্থায় সারের দাম বাড়বে না : কৃষি উপদেষ্টা
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৪৭
কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশে কোথাও কোনো ধরনের সারের সংকট নেই। সব সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে। তিনি দৃঢ়ভাবে বলেন, ‘আমি থাকা অবস্থায় সারের দাম বাড়বে না।’
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।
কৃষি উপদেষ্টা বলেন, সারের নীতিমালা প্রণয়নের জন্য জাতীয় কমিটি গঠন করা হচ্ছে। ডিলারশিপ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে।
তিনি বলেন, গ্যাস সংকটের কারণে দেশে সার সরবরাহে কোনো সমস্যা হবে না। ইতোমধ্যে সারের বকেয়া ২০ হাজার ৬৯১ কোটি টাকা পরিশোধ করা হয়েছে।
কৃষি উপদেষ্টা আরও বলেন, এ বছর আলুর উৎপাদন বেশি হলেও কৃষক প্রকৃত মূল্য পাচ্ছেন না। কৃষকের স্বার্থে আলুর দাম কিছুটা বাড়ানো প্রয়োজন।
এ সময় তিনি জানান, কৃষিপণ্যের রপ্তানি ক্ষেত্রেও ইতিবাচক সাফল্য এসেছে। চীনে প্রথমবারের মতো বাংলাদেশ থেকে আম রপ্তানি করা হয়েছে। আগামী বছর থেকে কাঁঠালও রপ্তানি করা হবে।
এনএমএম/এমবি

