শারদীয় দুর্গাপূজায় দেশের নিরাপত্তায় সর্বাত্মক প্রস্তুতি : স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৪৯

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : বাংলাদেশের খবর
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পূজামণ্ডপে আগত ভক্ত-দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি মণ্ডপে কড়া নজরদারি থাকবে। আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে। যাতে উৎসব নির্বিঘ্নে সম্পন্ন হয়।
সরকারি হিসাব অনুযায়ী, ২ লাখ ৩ হাজার ৫৬৪ জন আনসার সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকবেন। ৭০ হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবেন। ১ লাখ সশস্ত্র বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। ৪৩০ প্লাটুন বিজিবি সীমান্ত ও সংবেদনশীল এলাকায় মোতায়েন থাকবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘আমরা চাই ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপিত হোক। দেশের মানুষ যাতে নির্ভয়ে আনন্দে পূজা করতে পারেন, সে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’
এনএমএম/এমবি