কল রেকর্ড ফাঁসের ভয়ে টেলিফোনে কথা বলি না : সিইসি

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৫১

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, কল রেকর্ড ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কায় তিনি টেলিফোনে কারও সঙ্গে কথা বলতে চান না। এ কারণেই রাজনৈতিক নেতাদের সঙ্গে টেলিফোনে আলাপ এড়িয়ে চলেন তিনি।
রোববার (২৮ সেপ্টেম্বর) বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে নির্বাচনী সংলাপের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিইসি বলেন, ‘আপনাদের পরামর্শ যদি থাকে, লিখিতভাবে, সরাসরি দেখা করে অথবা অন্যভাবে দিতে পারেন। আমাদের দরজা সবসময় খোলা। আমি টেলিফোনে কথা বলি না, কারণ বললেই বলা হয় সিইসির কল রেকর্ড ফাঁস। তাই আমি চাই, সরাসরি অফিসে এসে সামনে বসে কথা হোক।’
তিনি আরও জানান, টেলিফোনে কথা না বলার কারণে অনেকের কাছে তার বদনাম হয়েছে। ‘কোনো রাজনৈতিক নেতার সঙ্গে আমি টেলিফোনে কথা বলি না। এ কারণেই আমার বিরুদ্ধে নানা বদনাম হয়েছে। আসলে কল রেকর্ড ফাঁস হওয়ার ভয়ে টেলিফোনে কথা বলা থেকে আমি বিরত থাকি,’ বলেন সিইসি।
সুশীল সমাজের সঙ্গে আলোচনার প্রথম পর্বে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আল মাহমুদ হাসানউজ্জামান, সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবীর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ ইয়াহইয়া আখতার, নিরাপত্তা বিশ্লেষক মো. মাহফুজুর রহমান, অধ্যাপক আব্দুল ওয়াজেদ, বিজিএমইএ পরিচালক রশিদ আহমেদ হোসাইনি, কবি মোহন রায়হান, পুলিশ রিফর্ম কমিশনের মোহাম্মদ হারুন চৌধুরী, শিক্ষার্থী প্রতিনিধি জারিফ রহমান, অধ্যাপক রোবায়েত ফেরদৌস, টিআইবি পরিচালক মোহাম্মদ বদিউজ্জামান, চর্চার সম্পাদক সোহরাব হোসেন উপস্থিত ছিলেন।
এসআইবি/এমবি