Logo

জাতীয়

নির্বাচন নস্যাৎ করতে সর্বশক্তি প্রয়োগ করবে দুষ্কৃতিকারীরা : সিইসি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৯:২৭

নির্বাচন নস্যাৎ করতে সর্বশক্তি প্রয়োগ করবে দুষ্কৃতিকারীরা : সিইসি

ছবি : সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, ‘যারা নির্বাচনের স্বাভাবিক প্রক্রিয়া নস্যাৎ করতে চায়, তারা সর্বশক্তি প্রয়োগ করবে।’

রোববার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আয়োজিত সংলাপের সমাপনী বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। এতে শিক্ষাবিদ, ৪ নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ অন্যরা উপস্থিত ছিলেন।

পোস্টাল ব্যালট প্রসঙ্গে সিইসি বলেন, ‘আমাদের টেকনোলজি মাইট ফেইল। সাইবার সিকিউরিটি মেবি অ্যাট স্টেক, হ্যাকিং হতে পারে। যদি নির্বাচনের দিন হ্যাক হয়ে যায়, তারপর কী হবে—এই প্রশ্নগুলো কনসালটেন্টকে করেছিলাম। আমরা প্রিপেয়ার্ড টু রেইজ দিস।’

তিনি আরও বলেন, ‘যদি তারা সাইবার অ্যাটাক করে, ম্যালওয়ার ঢুকিয়ে দেয়... যেখানে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভই সেইফ না, সেখানে আমার পোস্টাল ব্যালট কতটুকু সেইফ, সেটা বুঝতে হবে।’

সিইসি জানান, পোস্টাল ব্যালটে কী কী চ্যালেঞ্জ হতে পারে তা খুঁজে বের করার নির্দেশ দেওয়া হয়েছে। ‘আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট মে রেইজ ডিবেটস। এটা পরবর্তীতে অনেক প্রশ্নও তুলতে পারে। তবে কনসালটেন্ট আমাকে আশ্বস্ত করেছেন, যে ব্যবস্থা নেওয়া হবে।’

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের লক্ষ্য নিয়ে সকল প্রস্তুতি এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন। অক্টোবর মাসে রাজনৈতিক দল, নারী নেত্রী, জুলাই যোদ্ধা ও গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে সংলাপে বসবে ইসি।

এসআইবি/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সিইসি সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর