Logo

জাতীয়

হজের ৩ প্যাকেজ ঘোষণা, কমলো বিমান ভাড়া

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৩৭

হজের ৩ প্যাকেজ ঘোষণা, কমলো বিমান ভাড়া

ছবি : সংগৃহীত

২০২৬ সালের হজের জন্য সরকারি ব্যবস্থাপনায় ৩টি প্যাকেজ ঘোষণা করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। রোববার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন এ ঘোষণা দেন।

ঘোষিত প্যাকেজ অনুযায়ী—

বিশেষ প্যাকেজ (প্যাকেজ-১) : ৬ লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা। সুলভ প্যাকেজ (প্যাকেজ-২) : ৫ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা। সাশ্রয়ী প্যাকেজ (প্যাকেজ-৩) : ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা।

অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৯ হাজার ১৮৫ টাকা। অনুমোদিত এজেন্সিগুলো চাইলে এ প্যাকেজের বাইরে অতিরিক্ত আরও ২টি প্যাকেজ ঘোষণা করতে পারবে।

ধর্ম উপদেষ্টা জানান, এ বছর বিমান ভাড়া কমানো হয়েছে। গতবারের ১ লাখ ৬৭ হাজার ৮২০ টাকার পরিবর্তে এবার ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা।

এছাড়া তিনি আরও বলেন, ৭০ বা ৮০ বছরের ঊর্ধ্বে কেউ হজে যেতে চাইলে তার সঙ্গে ৫০ বছরের নিচে একজন সহযাত্রী থাকতে হবে। একইসঙ্গে সংক্রামক রোগে আক্রান্ত কেউ হজে যেতে পারবেন না।

২০২৫ সালে সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজ চালু ছিল। তখন সর্বনিম্ন খরচ পড়েছিল ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা। বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ প্যাকেজ ছিল ৪ লাখ ৮৩ হাজার ১৫৬ টাকা।

আগামী বছর বাংলাদেশ থেকে সর্বমোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালনের সুযোগ পাবেন।

এএইচএস/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হজের খবর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর