Logo

জাতীয়

অমর একুশে বইমেলা স্থগিত

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ২০:৪৬

অমর একুশে বইমেলা স্থগিত

‘অমর একুশে বইমেলা ২০২৬’-এর ঘোষিত তারিখ স্থগিত করা হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) বাংলা একাডেমি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বাংলা একাডেমি জানিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২১ সেপ্টেম্বর ২০২৫-এর নির্দেশনা অনুযায়ী জাতীয় নির্বাচন পরবর্তী সময়ে বইমেলার আয়োজনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ প্রেক্ষাপটে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) ও সংশ্লিষ্ট অন্যদের মতামতের ভিত্তিতে বইমেলা ২০২৬-এর যে তারিখ নির্ধারণ করা হয়েছিল, তা স্থগিত করা হলো।

বাংলা একাডেমি মহাপরিচালক মোহাম্মদ আজম জানান, প্রকাশক ও অন্যান্য সংশ্লিষ্টদের সঙ্গে পরামর্শ করে পরবর্তী সময়ে নতুন তারিখ ঠিক করা হবে।

এর আগে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ায় ২০২৬ সালের অমর একুশে বইমেলা এ বছরের ১৭ ডিসেম্বর থেকে শুরু হওয়ার তারিখ নির্ধারণ করা হয়েছিল।

ডিআর/এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বইমেলা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর