Logo

জাতীয়

সুষ্ঠু ভোটে সহায়তা করতে প্রস্তুত যুক্তরাজ্য : হাইকমিশনার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৪২

সুষ্ঠু ভোটে সহায়তা করতে প্রস্তুত যুক্তরাজ্য : হাইকমিশনার

আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক। ছবি : বাংলাদেশের খবর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহায়তা দিতে প্রস্তুতি যুক্তরাজ্য বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে এক ঘণ্টাব্যাপী বৈঠক শেষে তিনি এ কথা জানান।

হাইকমিশনার সারাহ কুক বলেন, ‘শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনে সহায়তা দিতে আমরা প্রস্তুত। পাশাপাশি পোলিং স্টাফদের প্রশিক্ষণ ও ভোটার শিক্ষা কার্যক্রমেও সহায়তা করতে চাই।’

তিনি আরও জানান, গত ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে সিইসির সঙ্গে হওয়া ফলপ্রসূ আলোচনার ধারাবাহিকতায় এবারও তাদের অবস্থান একই রকম।

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনের প্রস্তুতি জোরদার করছে নির্বাচন কমিশন। এ প্রক্রিয়াকে স্বাগত জানিয়ে সারাহ কুক বলেন, নির্বাচনের আনুষঙ্গিক বিষয়ে সহযোগিতা করতে যুক্তরাজ্যের হাইকমিশন সব সময় প্রস্তুত।

বৈঠক শেষে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে নির্বাচন সামগ্রীসহ সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা করেন ইউরোপীয় ইউনিয়নের পাঁচ সদস্যের প্রতিনিধি দলও।

এসআইবি/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ডাকসু নির্বাচন ২০২৫ সংসদ নির্বাচন সিইসি নির্বাচন কমিশন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর