
মা ইলিশ সংরক্ষণের জন্য আগামী ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দেশে বিশেষ অভিযান চলবে। এ সময় মা ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুত সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, ‘বিজ্ঞানভিত্তিক প্রজনন মৌসুম বিবেচনায় এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে। আশ্বিনী পূর্ণিমার চার দিন পূর্ব ও অমাবস্যার তিন দিন পর অন্তর্ভুক্ত করে সর্বোচ্চ প্রজনন নিশ্চিত করা হবে।’ অভিযানকে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫’ নাম দেওয়া হয়েছে।
তিনি জানান, অভিযান চলাকালে নৌ পুলিশ, কোস্ট গার্ড, নৌবাহিনী ও বিমান বাহিনীসহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অংশ নেবে। দেশের ৩৭ জেলার ১৬৫ উপজেলায় মোট ৬ লাখ ২০ হাজার ১৪০ জেলে পরিবারকে পরিবার প্রতি ২৫ কেজি করে চাল দেওয়া হবে।
ফরিদা আখতার বলেন, ‘২০২৪ সালের নিষেধাজ্ঞার ফলে ৫২.৫% মা ইলিশ নিরাপদে ডিম ছেড়েছে। এর ফলে ভবিষ্যতে পরিপক্ক ইলিশের সংখ্যা বৃদ্ধি পাবে।’
তিনি আরও বলেন, গত পাঁচ বছরে ইলিশ আহরণ প্রায় ১০ শতাংশ কমেছে। ২০২৫-২৬ অর্থবছরে রপ্তানির জন্য অনুমোদিত ইলিশের পরিমাণ ১,২০০ মেট্রিক টন, প্রকৃত রপ্তানি চলমান। প্রতি কেজি রপ্তানি মূল্য ১২.৫০ ডলার নির্ধারণ করা হয়েছে।
তিনি জানান, মৎস্য অধিদপ্তর, বিএফআরআই এবং সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে জেলেদের মতামত অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ডিআর/এমএইচএস