Logo

জাতীয়

পুলিশের কর্মপরিবেশ ও বাসস্থান উন্নয়নে সরকার কাজ করছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩৯

পুলিশের কর্মপরিবেশ ও বাসস্থান উন্নয়নে সরকার কাজ করছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

পুলিশ সদস্যদের কর্মপরিবেশ ও বাসস্থান উন্নয়নে বর্তমান অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর রমনায় পুরাতন রমনা থানা কমপ্লেক্স চত্বরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আওতাধীন পাঁচটি থানার (আদাবর, কদমতলী, ভাসানটেক, রমনা ও রামপুরা) নিজস্ব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা জানান, ডিএমপির মোট ৫০টি থানার মধ্যে বর্তমানে ২৫টি ভাড়া করা ভবনে কার্যক্রম পরিচালনা করছে। এসব থানার পরিবেশ ও বাসস্থানের মান নিম্নমানের হওয়ায় দ্রুত নিজস্ব ভবনে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, শিগগিরই শাহবাগ, মুগদা ও ভাটারা থানার নিজস্ব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বিপিএম, ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

খাগড়াছড়ির সাম্প্রতিক ঘটনার প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, একটি বিশেষ মহল দুর্গাপূজার সময় পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। তিনি বলেন, ‘ফ্যাসিস্টের দোসররা চেষ্টা করছে যাতে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত না হয়। তবে তাদের এ চক্রান্ত সফল হবে না। উৎসবমুখর পরিবেশেই দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।’

উল্লেখ্য, ‘দেশের বিভিন্ন স্থানে বাংলাদেশ পুলিশের থানার প্রশাসনিক কাম ব্যারাক ভবন নির্মাণ’ প্রকল্পের আওতায় এসব নতুন থানা ভবন নির্মিত হচ্ছে। এক হাজার ৬২৪ কোটি টাকা ব্যয়ে ১০৭টি জরাজীর্ণ থানার অবকাঠামো নবায়নের এ প্রকল্প বাস্তবায়ন করছে গণপূর্ত অধিদপ্তর ও বাংলাদেশ পুলিশ। প্রকল্পের মেয়াদ ২০২৪ সালের জুলাই থেকে ২০২৭ সালের জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

এনএমএম/এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ পুলিশ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর