Logo

জাতীয়

হাসপাতালের বিছানায় সাবেক মন্ত্রীর হাতে হাতকড়া নিয়ে যা বলছে কারা কর্তৃপক্ষ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ১৩:৩০

হাসপাতালের বিছানায় সাবেক মন্ত্রীর হাতে হাতকড়া নিয়ে যা বলছে কারা কর্তৃপক্ষ

ছবি : সংগৃহীত

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে লড়ছেন— এমন সময়ে শ্বাসকষ্টে কাতর অবস্থায় তার হাতে হাতকড়া পরানো একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিটি ঘিরে ব্যাপক সমালোচনা ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই।

তবে এ বিষয়ে বাংলাদেশ কারা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রচারিত ছবিটি বিভ্রান্তিকর।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে কারা কর্তৃপক্ষ জানিয়েছে, সম্প্রতি প্রচারিত ছবিটি কোনোভাবেই সাবেক মন্ত্রীর আইসিইউতে চিকিৎসাধীন অবস্থার ছবি নয়। মৃত একজন ব্যক্তিকে নিয়ে এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণা থেকে বিরত থাকার জন্য জনসাধারণকে সতর্ক করা হয়েছে।  

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অসুস্থতার কারণে সাবেক মন্ত্রীকে একাধিকবার যথাযথ নিয়মে হাসপাতালে পাঠানো হয়েছিল। সর্বশেষ ২৫ সেপ্টেম্বর থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

কারা কর্তৃপক্ষ পুনরায় আশ্বস্ত করেছে, সকল কারাবন্দীর মানবিক মর্যাদা রক্ষায় তারা সর্বদা দায়িত্বশীল আচরণ করে থাকেন এবং হুমায়ূনের ক্ষেত্রে কোনো ব্যতিক্রম ঘটেনি।  

এনএমএম/এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিজ্ঞপ্তি প্রকাশ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর