কর ফাঁকি রোধে গোয়েন্দা কার্যক্রম বাড়াচ্ছে এনবিআর

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ১৩:১৩
-68e21aa28654a.jpg)
রাজস্ব ফাঁকি প্রতিরোধ ও ফাঁকি দেওয়া অর্থ পুনরুদ্ধারের কার্যক্রম জোরদার করতে মাঠ পর্যায়ে গোয়েন্দা ও তদন্ত কার্যক্রম শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
শনিবার (৪ অক্টোবর) এনবিআরের কর অডিট, ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন উইং থেকে জারি করা নির্দেশনায় এ কার্যক্রম বাস্তবায়নের জন্য প্রতিটি কর অঞ্চলে গোয়েন্দা ও তদন্ত টিম গঠনের নির্দেশ দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন প্রকার গোয়েন্দা তথ্য, কর ফাঁকির অভিযোগ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত তথ্য, আয়কর নথি ও বিভিন্ন রেজিস্ট্রারে ঘষা-মাজা বা কাটা-ছেঁড়া, অস্বাভাবিক পরিমাণ করমুক্ত আয় প্রদর্শন, করযোগ্য আয় এবং পরিশোধিত করের তুলনায় সম্পদ বিবরণীতে অস্বাভাবিক পরিমাণ নিট সম্পদ প্রদর্শন ইত্যাদি ক্ষেত্রে সংশ্লিষ্ট টিম তদন্ত শুরু করবে।
তদন্ত পর্যায়ে কর ফাঁকির সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত পাওয়া গেলে সংশ্লিষ্ট টিম রাজস্ব পুনরুদ্ধার কার্যক্রম শুরুর জন্য গোয়েন্দা ও তদন্ত কমিটির অনুমোদনের জন্য প্রতিবেদন দাখিল করবে।
রাজস্ব ফাঁকির স্পষ্ট তথ্য-উপাত্ত থাকলে সংশ্লিষ্ট কর কমিশনারেটের তদন্ত ও গোয়েন্দা কমিটি রাজস্ব পুনরুদ্ধারের আইনি কার্যক্রম নেওয়ার অনুমোদন দেবে।
প্রতিটি কর কমিশনারেটকে মাসিক ভিত্তিতে নির্ধারিত ছকে তথ্য-উপাত্ত যুক্ত করে তদন্ত ও গোয়েন্দা কার্যক্রম থেকে সৃষ্ট অতিরিক্ত দাবি এবং অতিরিক্ত কর আদায়ের বিস্তারিত তথ্য পরবর্তী মাসের ১০ তারিখের মধ্যে এনবিআরে পাঠাতে বলা হয়েছে।
গোয়েন্দা ও তদন্ত কার্যক্রম জোরদার করার মাধ্যমে ‘ফাঁকি দেওয়া’ রাজস্ব উদ্ধার করা সম্ভব হবে, কর ফাঁকি দেওয়ার প্রবণতা কমবে এবং ‘সুষ্ঠু কর সংস্কৃতির’ বিকাশ ঘটবে বলে আশা করছে এনবিআর।
ডিআর/এমবি