Logo

জাতীয়

পাশের দেশ থেকে বিশৃঙ্খলার চেষ্টা চলছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ১৩:২৬

পাশের দেশ থেকে বিশৃঙ্খলার চেষ্টা চলছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি : বাংলাদেশের খবর

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পাশের দেশ থেকে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। তিনি দাবি করেন, ভারতের দুর্গাপূজায় বাংলাদেশের প্রধান উপদেষ্টার অসুর প্রতিকৃতি তৈরি ও দেশে অসুরের মুখে দাড়ি ব্যবহার— এ দুই ঘটনাই একই সূত্রে গাঁথা। এর মাধ্যমে উদ্দেশ্যমূলকভাবে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে।

রোববার (৫ অক্টোবর) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্গাপূজায় পাশের দেশে প্রধান উপদেষ্টার প্রতিকৃতি তৈরি ও দেশে অসুরের মুখে দাড়ি দেওয়া—এ দুটি ঘটনা কাকতালীয় নয়। এর মধ্য দিয়ে ফ্যাসিস্টের দোসর ও পাশের দেশ থেকে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে।

তিনি আরও বলেন, আমরা দেখেছি খাগড়াছড়িতে এক পাহাড়ি কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে এলাকায় অস্থিরতা তৈরি করা হয়েছিল। অথচ মেডিকেল পরীক্ষায় এমন ঘটনার কোনো প্রমাণ মেলেনি। এরপরও কিছু মহল ওই ইস্যুতে উদ্দেশ্যমূলকভাবে উত্তেজনা ছড়াতে চেয়েছিল।

উল্লেখ্য, সম্প্রতি খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলায় সহিংসতার কারণে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছিল, যা গত শনিবার প্রত্যাহার করা হয়।

এর আগে পার্বত্য এলাকায় সহিংসতার পেছনে ভারতের সংশ্লিষ্টতার ইঙ্গিত দিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সেই বক্তব্যের প্রতিক্রিয়ায় নয়াদিল্লি জানিয়েছে, এ ধরনের অভিযোগ ‘মিথ্যা ও ভিত্তিহীন’।

গত শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এক ব্রিফিংয়ে বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের কোনো সংশ্লিষ্টতা নেই। এ ধরনের অভিযোগ সম্পূর্ণ অসত্য ও অযৌক্তিক।

এনএমএম/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর