এলাকা পরিহারের অনুরোধ
কুতুবদিয়া-কক্সবাজারে সোমবার থেকে বিমান বাহিনীর গোলাবর্ষণ প্রশিক্ষণ

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ১৩:৪২

আগামী ৬ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত কুতুবদিয়া ও কক্সবাজার উপকূলীয় এলাকায় গোলাবর্ষণ প্রশিক্ষণ পরিচালনা করবে বাংলাদেশ বিমান বাহিনী। এ সময়ে স্থানীয় জনগণ ও নৌযান চলাচলকারী সবাইকে ওই এলাকা পরিহার করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
রোববার (৫ অক্টোবর) দুপুরে বিমান বাহিনী এক ক্ষুদে বার্তায় এ সতর্কতা জানিয়েছে।
বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, নিয়মিত প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে কুতুবদিয়া ও কক্সবাজার ফায়ারিং রেঞ্জ এলাকায় যুদ্ধবিমান থেকে গোলাবর্ষণ মহড়া অনুষ্ঠিত হবে। মহড়ার সময় আকাশপথে যুদ্ধবিমান চলাচল ও গোলাবর্ষণ কার্যক্রম চলবে, যা সাধারণ জনগণের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ৬ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন নির্ধারিত সময়ে কুতুবদিয়া ও কক্সবাজার ফায়ারিং রেঞ্জ এলাকায় গোলাবর্ষণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। তাই ওই সময়ের মধ্যে এলাকায় নৌযান, মাছ ধরার ট্রলার ও সাধারণ মানুষকে প্রবেশ না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
প্রশিক্ষণ চলাকালে নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে বলে জানিয়েছে বিমান বাহিনী। একই সঙ্গে স্থানীয় প্রশাসনকেও এলাকাবাসীকে সতর্ক ও সচেতন রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
এনএমএম/এমবি