জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে রাজি সব দল : আলী রীয়াজ
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ১৮:৫২
জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনের বিষয়ে দেশের সব রাজনৈতিক দল একমত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
রোববার (৫ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের চতুর্থ দিনের আলোচনা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘আজকে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। জনগণের সম্মতি অর্জনের জন্য গণভোট আয়োজনের বিষয়ে দলগুলো একমত হয়েছে।’
তিনি আরও বলেন, দলীয় অবস্থান থেকে সরে এসে রাজনৈতিক দলগুলো একটি অভিন্ন অবস্থানে পৌঁছানোর চেষ্টা করছে, যা কমিশনের জন্য ইতিবাচক অগ্রগতি।
জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় অংশ নেওয়া রাজনৈতিক নেতারা জানান, গণভোটের মাধ্যমে জনগণের সরাসরি মতামত গ্রহণ করলে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে গণবিশ্বাস ও গ্রহণযোগ্যতা আরও দৃঢ় হবে।
ডিআর/এমএইচএস

