প্রবাসীদের ভোট গ্রহণে আগাম ১০ লাখ ব্যালট ছাপাবে ইসি

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ১৫:৪০

ছবি : সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী শুধু প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে আগাম ১০ লাখ পোস্টাল ব্যালট ছাপানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (৬ অক্টোবর) নির্বাচন ভবনের সম্মেলনকক্ষে ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে আয়োজিত সংলাপে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এ তথ্য জানান।
তিনি বলেন, ‘প্রবাসী ভোটারদের ভোটাধিকার বাস্তবায়নে আমাদের প্রস্তুতি চলছে। প্রাথমিকভাবে ১০ লাখ ব্যালট পেপার ছাপিয়ে রাখা হবে। রেজিস্ট্রেশনের সংখ্যা অনুযায়ী পরবর্তী ধাপে সিদ্ধান্ত নেওয়া হবে।’
পূর্বের অভিজ্ঞতার আলোকে নির্বাচন কমিশনার বলেন, ‘প্রতিটি পোস্টাল ব্যালটের ভোটে ব্যয় প্রায় ৭০০ টাকা। পোস্টাল ব্যালটে নিবন্ধন করলেও ভোটারদের অংশগ্রহণ খুবই কম—গতবার লোকসভা নির্বাচনে ১ লাখ ১৯ হাজার নিবন্ধন করেছিল, ভোট দিয়েছে মাত্র ২ হাজার ৯০০ জন।’
সংলাপে তিনি অপতথ্য ও এআই-ভিত্তিক বিভ্রান্তি রোধে গণমাধ্যমের সহায়তার আহ্বান জানিয়ে বলেন, “অপতথ্য এখন বৈশ্বিক সমস্যা। আমরা লিমিট আরোপ করব না, তবে সচেতনতা বাড়াতে নভেম্বর থেকে কাউন্টার মেকানিজম চালু করব। কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ে কমিটিও গঠন করা হবে।”
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘এআই অপব্যবহার রোধে আচরণবিধি ও আরপিও-তে সাইবার সুরক্ষার বিধান রাখা হয়েছে। এখন জনসচেতনতা বাড়ানোই প্রধান কাজ।’
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে চার নির্বাচন কমিশনার, ইসির ভারপ্রাপ্ত সচিবসহ বিভিন্ন টেলিভিশন চ্যানেলের শীর্ষ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এসআইবি/এএ