Logo

জাতীয়

নির্বাচনের আগে টাকার খেলা বন্ধ করতে হবে : মাহবুব মোর্শেদ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ১৯:১৩

নির্বাচনের আগে টাকার খেলা বন্ধ করতে হবে : মাহবুব মোর্শেদ

ছবি : সংগৃহীত

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কবি ও সাহিত্যিক মাহবুব মোর্শেদ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন প্রক্রিয়াকে স্বচ্ছ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে আগে টাকার খেলা কঠোরভাবে বন্ধ করতে হবে।

সোমবার (৬ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সম্মেলনকক্ষে প্রিন্ট মিডিয়ার সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এই আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘নির্বাচনের আগে টাকার খেলা কঠোরভাবে বন্ধ করতে হবে। ভোট কেনাবেচা, মনোনয়ন কেনা, প্রশাসনকে প্রভাবিত করার জন্য অর্থের ব্যবহার-এসব রোধ করতে পারলেই একটি প্রকৃত জনগণের সংসদ পাওয়া সম্ভব হবে।’

মাহবুব মোর্শেদ বলেন, ‘আমরা আশা করব, নির্বাচনের আগে যে অর্থের খেলা শুরু হয়-মনোনয়ন বাণিজ্য, ভোট কেনা, এমনকি কর্মকর্তাদের প্রভাবিত করার মতো কর্মকাণ্ড-এসব কঠোরভাবে বন্ধ করতে হবে। যারা এখন থেকেই ভাবছেন মনোনয়ন কিনবেন, ভোট কিনবেন, কিংবা প্রশাসনের কর্মকর্তাদের কিনে ফেলবেন, তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশনকে তফসিল পর থেকেই আইন প্রয়োগ করতে হবে। তাহলেই আমরা অন্তত একটি অর্থবহ সংসদ পাবো।’

মাহবুব মোর্শেদ আরও বলেন, ‘বাংলাদেশ এখন এক পরিবর্তনের যুগে প্রবেশ করেছে। দেশে একটি ফ্যাসিবাদী ও কর্তৃত্ববাদী সরকার উৎখাত হয়েছে। তারা শুধু ভোট কারচুপি করেনি, বরং সংসদকে জনগণের নিয়ন্ত্রণের বাইরে নিয়ে গিয়েছিল। ব্যবসায়ী, ঠিকাদার ও স্বার্থান্বেষী মহল সংসদে প্রবেশ করে আইন প্রণয়ন প্রক্রিয়াকে বিকৃত করেছে। তাদের অনেকে আইনপ্রণেতা ছিলেন না, বরং নিজেদের ব্যবসায়িক স্বার্থে সংসদ ব্যবহার করেছেন। ফলে সংসদ কার্যত অকার্যকর হয়ে পড়েছিল।’

সভায় উপস্থিত সাংবাদিকরা নির্বাচনী ব্যয় সীমা নির্ধারণ, মনোনয়ন প্রক্রিয়ার স্বচ্ছতা, ভোটার তালিকার হালনাগাদ, আচরণবিধি লঙ্ঘনের শাস্তি এবং সংবাদমাধ্যমের স্বাধীন ভূমিকা নিয়ে নানা প্রস্তাব ও মতামত তুলে ধরেন।

প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন সাংবাদিকদের মতামতকে স্বাগত জানিয়ে বলেন, ‘ইসি নির্বাচনের আগে থেকেই ব্যয় নিয়ন্ত্রণ ও আচরণবিধি প্রতিপালনে কঠোর অবস্থান নেবে। তিনি প্রতিশ্রুতি দেন, কোনো প্রভাবশালী ব্যক্তি বা দল নির্বাচনী প্রক্রিয়া বিকৃত করতে পারবে না।’

এসআইবি/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর