Logo

জাতীয়

নির্বাচনে সাবেক কর্মকর্তাদের অভিজ্ঞতা কাজে লাগাতে চাই : সিইসি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ১১:৪১

নির্বাচনে সাবেক কর্মকর্তাদের অভিজ্ঞতা কাজে লাগাতে চাই : সিইসি

ছবি : বাংলাদেশের খবর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে আগারগাঁওস্থ নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

সংলাপে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, মাঠে ময়দানে যারা কাজ করেছেন, তাদের অভিজ্ঞতা আমাদের জন্য অমূল্য। কোথায় কোথায় অনিয়ম বা ম্যানিপুলেশনের সুযোগ থাকে, তা আপনাদের অভিজ্ঞতা থেকেই জানতে চাই। যাতে ভবিষ্যতে এসব ‘গ্যাপ’ বন্ধ করা যায়।

তিনি আরও বলেন, ‘আপনারা দীর্ঘদিন ইসিতে কাজ করেছেন, বাস্তব পরিস্থিতি জানেন। আমরা সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এমন এক নির্বাচন আয়োজন করতে চাই, যা হবে সর্বাধিক স্বচ্ছ ও গ্রহণযোগ্য।

সংলাপে চার নির্বাচন কমিশনার ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নির্বাচন বিশেষজ্ঞদের মধ্যে ছিলেন ইসির সাবেক কর্মকর্তা মো. জকরিয়া, পর্যবেক্ষক সংস্থা ফেমার প্রেসিডেন্ট মনিরা খান, সাবেক কর্মকর্তা খন্দকার মিজানুর রহমান, মো. নুরুজ্জামান তালুকদার, মিহির সারওয়ার মোর্শেদ, শাহ আলম, মীর মোহাম্মদ শাহজাহান, মিছবাহ উদ্দিন আহমদ, মো. শাহেদুন্নবী চৌধুরী ও মাহফুজা আক্তার।

উপস্থিতি সীমিত বিষয়ে সিইসি বলেন, ‘সংখ্যা নয়, গুণগত অংশগ্রহণই গুরুত্বপূর্ণ। যারা মাঠে কাজ করেছেন, তাদের বাস্তব অভিজ্ঞতাই আমাদের পরবর্তী নির্বাচনের পরিকল্পনার ভিত্তি হবে।’

এসআইবি/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নির্বাচন কমিশন সিইসি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর