নির্বাচনে অংশ নিতে প্রাথমিক নিবন্ধন চায় ২২ দল

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ২০:১৪

ছবি : সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজস্ব প্রতীকে অংশ নেওয়ার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের (ইসি) কাছে প্রাথমিক নিবন্ধনের আবেদন জানিয়েছে ২২টি রাজনৈতিক দল।
বুধবার (৮ অক্টোবর) নির্বাচন বিধিমালা সংস্কার আন্দোলন পরিষদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে পরিষদের সভাপতি মোবারক হোসেন বলেন, ‘নিবন্ধনের ঘাটতি পূরণে আগ্রহী দলগুলোকে জনস্বার্থে এই নির্বাচনে প্রাথমিক নিবন্ধন দেওয়া উচিত।’
তিনি আরও বলেন, ‘এক্ষেত্রে সংশ্লিষ্ট দলগুলোকে অন্তত ১০ আসনে নিজস্ব প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দিতে হবে। পাশাপাশি এসব দলকে আর্থিক প্রণোদনা ও গণতান্ত্রিক ফান্ড গঠন করে সহায়তা করতে হবে।’
পরিষদের পক্ষ থেকে জানানো হয়, ২২টি দলকে নিয়ে গঠিত হয়েছে নির্বাচন বিধিমালা সংস্কার আন্দোলন পরিষদ। দলগুলো হলো—বাংলাদেশ সৎ সংগ্রামী ভোটার পার্টি, গণঅধিকার পার্টি (পিআরপি), বাংলাদেশ মুক্তি পার্টি, বাংলাদেশ জনপ্রিয় পার্টি, বাংলাদেশ ইসলামিক জনতা পার্টি, বাংলাদেশ মানবাধিকার আন্দোলন, বাংলাদেশ দেশপ্রেমিক প্রজন্ম, দারুস সালাম পার্টি, বাংলাদেশ ডেমোক্রেটিক মুভমেন্ট, বাংলাদেশ একুশে পার্টি, বাংলাদেশ ইনোভেশন পার্টি, ন্যাশনাল সবুজ বাংলা পার্টি, বাংলাদেশ পিপলস পার্টি, বাংলাদেশ নাগরিক পার্টি, ইসলামিক লিবারেল পার্টি, খেলাফতে দাওয়াত পার্টি, জাতীয় উলামা কাউন্সিল, বাংলাদেশ কনজারভেটিভ পার্টি, বাংলাদেশ জনতা লীগ, সংবিধান বিষয়ক জনস্বার্থ পার্টি, বাংলাদেশ সার্বজনীন দল ও বাংলাদেশ রিপাবলিক্যান পার্টি।
মোবারক হোসেন বলেন, ‘গণতন্ত্রের বিকাশে ছোট দলগুলোকেও অংশগ্রহণের সুযোগ দিতে হবে। নিবন্ধনের প্রাথমিক সুযোগ তাদের রাজনীতিতে টিকে থাকার পথ খুলে দেবে।’
এসআইবি/এএ