Logo

জাতীয়

তুরস্কে পৌঁছালেন শহিদুল আলম, এরদোয়ানকে প্রধান উপদেষ্টার ধন্যবাদ

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ১৯:২০

তুরস্কে পৌঁছালেন শহিদুল আলম, এরদোয়ানকে প্রধান উপদেষ্টার ধন্যবাদ

তুরস্কের সহযোগিতায় বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম ইসরায়েলের কারাগার থেকে মুক্ত পেয়েছেন।

শহিদুল আলমের মুক্তি নিশ্চিত করতে ভূমিকা রাখায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছেন তিনি। প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

কিছু ছবি প্রকাশ করে ওই পোস্টে লেখা হয়, শুক্রবার তুর্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইসরায়েল থেকে ফিরে আসেন প্রখ্যাত বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহিদুল আলম। ইস্তাম্বুল বিমানবন্দরে তাকে স্বাগত জানান সেখানে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান।

এর আগে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, তুরস্কের সূত্র অনুযায়ী শুক্রবার বিকেলে প্রখ্যাত বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলমসহ অন্য যাত্রীদের নিয়ে ইসরায়েল থেকে একটি ফ্লাইট ছেড়ে গেছে। ‘টিকে ৬৯২১’ নম্বরের ফ্লাইটটি স্থানীয় সময় দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে ইস্তাম্বুলে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে।

শহিদুল আলমের মুক্তি নিশ্চিত করা ও ইসরায়েল থেকে তার প্রত্যাবর্তনের ক্ষেত্রে সহযোগিতার জন্য প্রেসিডেন্ট এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এমবি

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ইসরায়েল ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ তুরস্ক গাজা শহর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর