Logo

জাতীয়

প্রেসক্লাবের সামনে জড়ো হচ্ছেন শিক্ষকরা, আসতে পারে কর্মবিরতি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ০৯:৫৭

প্রেসক্লাবের সামনে জড়ো হচ্ছেন শিক্ষকরা, আসতে পারে কর্মবিরতি

২০ শতাংশ হারে বাড়িভাতা বৃদ্ধির দাবিতে রোববার (১২ অক্টোবর) সকাল থেকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।

সকাল থেকেই সারাদেশ থেকে হাজার হাজার শিক্ষক প্রেসক্লাবের সামনে জড়ো হচ্ছেন। অনেকেই নিজ নিজ জেলা থেকে বাস রিজার্ভ করে ঢাকায় পৌঁছেছেন।

কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য দেবেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণ অঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন এবং যুগ্ম সদস্য সচিব ও শিক্ষা বিষয়ক সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত।

এ তথ্য নিশ্চিত করে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সভাপতি ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেন, ‘আমরা ৫০০ টাকার বাড়িভাতা বৃদ্ধির সরকারি প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করেছি। আমাদের ন্যায্য দাবি ২০ শতাংশ হারে বাড়িভাতা বৃদ্ধি, যা দ্রুত কার্যকর করতে হবে।’

এর আগে ৫ অক্টোবর অর্থ মন্ত্রণালয় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাতা ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে। তবে শিক্ষকরা এটিকে ‘অপর্যাপ্ত ও বৈষম্যমূলক’ বলে প্রতিবাদ জানান।

শিক্ষা মন্ত্রণালয়ও শিক্ষকদের দাবি বিবেচনায় নিয়ে নতুন প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে। প্রস্তাবে ২০ শতাংশ বাড়িভাতা, ১ হাজার ৫০০ টাকা চিকিৎসাভাতা এবং কর্মচারীদের ঈদ বোনাস ৭৫ শতাংশে উন্নীত করার সুপারিশ করা হয়েছে।

কিন্তু প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত এমপিওভুক্ত শিক্ষকরা লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

এর আগে গত ১৩ আগস্ট এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে এক লাখেরও বেশি শিক্ষক-কর্মচারী বৈষম্য নিরসন, সরকারি নিয়মে বাড়িভাতা, চিকিৎসাভাতা, শতভাগ উৎসবভাতা ও জাতীয়করণের দাবিতে মহাসমাবেশ করেছিলেন।

এনএমএম/এমবি

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাতীয় প্রেসক্লাব এমপিও নন-এমপিও

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর