অর্থ উপদেষ্টা ও সচিবের সঙ্গে বৈঠকে এমপিওভুক্ত শিক্ষকদের প্রতিনিধি দল

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ১২:৪০

অর্থ উপদেষ্টা ও সচিবের সঙ্গে বৈঠকে এমপিওভুক্ত শিক্ষকদের প্রতিনিধি দল। ছবি : বাংলাদেশের খবর
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল অর্থ উপদেষ্টা ও শিক্ষা সচিবের সঙ্গে আলোচনায় অংশ নিতে সচিবালয়ে গেছেন।
রোববার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার পর আন্দোলনরত শিক্ষকদের প্রতিনিধি দল সচিবালয়ে প্রবেশ করেন।
প্রতিনিধি দলের সদস্যরা হলেন- এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের আহ্বায়ক অধ্যক্ষ মাঈন উদ্দিন, সদস্য সচিব অধ্যক্ষ দেলওয়ার হোসেন আজিজী, যুগ্ম সদস্য সচিব মো. রফিকুল ইসলাম, মো. আবু তালেব সোহাগ, আশরাফুজ্জামান হানিফ, অধ্যক্ষ আলাউদ্দিন, তোফায়েল সরকার, শান্ত ইসলাম, প্রকৌশলী আবুল বাশার, যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন হেলালী, হাবিবুল্লাহ রাজু, মোহাম্মদ মিজানুর রহমান ও আজিজুর রহমান আজম।
এর আগে মূল বেতনের ২০ শতাংশ, বাড়িভাতা ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন এমপিওভুক্ত শিক্ষকরা। রোববার (১২ অক্টোবর) সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচি শুরু হয়।
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোটের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা অংশ নিয়েছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
ভোর থেকেই প্রেসক্লাবের সামনে জড়ো হতে থাকেন শিক্ষকরা। ফলে পল্টন থেকে হাইকোর্টের কদম ফোয়ারা পর্যন্ত সড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।
এনএমএম/এমবি