Logo

জাতীয়

নির্বাচনে মাঠ প্রশাসনের নিরপেক্ষ ভূমিকার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ১৩:১৮

নির্বাচনে মাঠ প্রশাসনের নিরপেক্ষ ভূমিকার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : বাংলাদেশের খবর

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাঠ পর্যায়ের জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার ও ওসিদের নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (১২ অক্টোবর) আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থাগুলো কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। এছাড়া কোনো বিশৃঙ্খলাকারী ব্যক্তি বা গোষ্ঠীকে আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন, বডি ওর্ন ক্যামেরা প্রদান, আইনশৃঙ্খলা বাহিনীর প্রশিক্ষণ ও পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতের জন্য প্রায় দেড় লাখ পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ দেওয়া হবে। আনসার-ভিডিপি ও বিজিবির সদস্যরাও যথাযথভাবে মোতায়েন থাকবেন।

তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। শারদীয় দুর্গাপূজা উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। মাদকের ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে গডফাদারসহ মূল বাহকদের আটক ও আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে।

এনএমএম/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর