Logo

জাতীয়

ভোটার এলাকা পরিবর্তন করলেন ড. ইউনূস

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ১৬:২৮

ভোটার এলাকা পরিবর্তন করলেন ড. ইউনূস

ফাইল ছবি (সংগৃহীত)

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার ভোটার এলাকা পরিবর্তন করেছেন। জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালকের অনুমোদনের মাধ্যমে এটি সম্পন্ন হয়েছে।

রোববার (১২ অক্টোবর) এনআইডি অনুবিভাগ থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

এনআইডি ডাটাবেজ অনুযায়ী, আগে প্রধান উপদেষ্টা মিরপুরের গ্রামীণ ব্যাংক কমপ্লেক্স ঠিকানায় ভোটার ছিলেন। সম্প্রতি তার ভোটার ঠিকানা পরিবর্তন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ১৯ নং ওয়ার্ডের আওতাধীন ঢাকা-১৭ আসনের গুলশান-২ ঠিকানায় স্থানান্তর করা হয়েছে।

জানা গেছে, গত ২ ফেব্রুয়ারি তিনি লিখিতভাবে এনআইডিতে ঠিকানা পরিবর্তনের আবেদন করেন। এরপর ১৭ ফেব্রুয়ারি এনআইডি মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর তার আবেদন অনুমোদন দেন। পরেরদিন, ১৮ ফেব্রুয়ারি তার ভোটার এলাকা পরিবর্তনের আবেদন সংশোধন করা হয়।

এসআইবি/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ড. ইউনূস নির্বাচন কমিশন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর