Logo

জাতীয়

পিএসসি সচিবের নাম ও ছবি ব্যবহার করে প্রতারণার চেষ্টা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ১৮:০২

পিএসসি সচিবের নাম ও ছবি ব্যবহার করে প্রতারণার চেষ্টা

সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিব আব্দুর রহমান তরফদারের নাম ও ছবি ব্যবহার করে প্রতারণার চেষ্টা চালানোর ঘটনা সামনে এসেছে। আজ রোববার (১২ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে সতর্কতা জারি করেছে কমিশন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি হোয়াটসঅ্যাপ নম্বর ০১৬০৯১৩৬৫৫৭ থেকে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে প্রতারণার উদ্দেশ্যে যোগাযোগ করার ঘটনা লক্ষ্য করা গেছে। এই নম্বর ব্যবহার করে সচিবের পরিচয় অবলম্বন করে অর্থ বা সংবেদনশীল তথ্য দাবি করা হয়েছে।

পিএসসি জানিয়েছে, বিষয়টি নজরে আসার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে। কমিশন সব সংশ্লিষ্টদের সাবধান থাকার জন্য অনুরোধ জানিয়েছে এবং নিজস্ব তথ্য যাচাই ছাড়া কোনো ধরনের আর্থিক লেনদেনে জড়াতে এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।

পিএসসি কর্মকর্তারা জানিয়েছেন, সচিবের নাম বা ছবি ব্যবহার করে প্রেরিত যে কোনো অননুমোদিত বার্তা বা অনলাইন যোগাযোগকে স্বাভাবিক বা বৈধ মনে না করার আহ্বান জানানো হয়েছে। 

এনএমএম/এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

পিএসসি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর