Logo

জাতীয়

রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ২১:৫৮

রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ইতালির রোমে পৌঁছেছেন। ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে যোগ দিতে রোববার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে তিনি রোমে রোমের ফিউমিচিনো বিমানবন্দরে পৌঁছান।

রোববার (১২ অক্টোবর) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।   

বিমানবন্দরে বাংলাদেশে ইতালির রাষ্ট্রদূত এ.টি.এম রোকেবুল হক মুহাম্মদ ইউনূস ও ও তার সফরসঙ্গীদের স্বাগত জানান।

ফুড অ্যান্ড অ্যাগ্রিকালচারাল অর্গানাইজেশন (FAO) আয়োজিত বিশ্ব খাদ্য ফোরামটি খাদ্য নিরাপত্তা, টেকসই কৃষি ও বিশ্বব্যাপী খাদ্য সমস্যা সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে আলোচনা ও উদ্যোগ গ্রহণের মূল প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। ফোরামে প্রফেসর ইউনূস তার অভিজ্ঞতা ও উদ্যোগ ভাগাভাগি করবেন বলে জানা গেছে।

ডিআর/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

প্রধান উপদেষ্টা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর