Logo

জাতীয়

শিক্ষকদের ওপর পুলিশি হামলার নিন্দা, বিচার দাবি উদীচীর

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ০৮:১৯

শিক্ষকদের ওপর পুলিশি হামলার নিন্দা, বিচার দাবি উদীচীর

মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ও চিকিৎসাভাতা বৃদ্ধির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি’ পালনরত শিক্ষকদের ওপর পুলিশের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।

রোববার (১২ অক্টোবর) এক বিবৃতিতে উদীচীর কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ সেলিম ও সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে বলেন, শিক্ষক সমাজ জাতির বিবেক ও আলোকবর্তিকা। তাদের ন্যায্য দাবি দীর্ঘদিন ধরে উপেক্ষিত হয়ে আসছে। যারা ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞানের আলোয় আলোকিত করেন, তাদের ওপর হামলা রাষ্ট্র ও সমাজের জন্য গভীর অশনি সংকেত। এ ধরনের দমননীতি সংস্কৃতিবিরোধী, মানববিরোধী এবং গণতন্ত্রের পরিপন্থি।

নেতৃবৃন্দ বলেন, শিক্ষকদের ন্যায্য দাবির জবাবে দমননীতি প্রয়োগ কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়। শিক্ষা ও সংস্কৃতি একই সূত্রে মানবমুক্তির সংগ্রামের অংশ— এই মূল্যবোধ থেকেই উদীচী মনে করে, শিক্ষকদের দাবিদাওয়া অবিলম্বে মেনে নিয়ে সংলাপের পরিবেশ নিশ্চিত করা জরুরি।

উদীচী শিক্ষকদের ওপর সংঘটিত পুলিশি হামলার নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। একই সঙ্গে মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ও চিকিৎসাভাতা বৃদ্ধিসহ শিক্ষকদের ন্যায্য দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছে।

এইচকে/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

শিক্ষক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর