মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের দেশে ফেরার সুযোগ

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ১৩:০২

মালয়েশিয়ায় অবস্থানরত অবৈধ বাংলাদেশি নাগরিকরা সর্বোচ্চ ৫০০ রিঙ্গিত জরিমানা দিয়ে দেশে ফিরে আসতে পারবেন। এ সুযোগ ২০২৬ সালের ৩০ এপ্রিল পর্যন্ত চালু থাকবে।
সোমবার (১৩ অক্টোবর) মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন এক বার্তায় জানিয়েছে, মালয়েশিয়া সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ‘প্রোগ্রাম রিপ্যাট্রিয়াসি মাইগ্রেন ২.০’ উদ্যোগের আওতায় ২০২৫ সালের ১৯ মে থেকে ২০২৬ সালের ৩০ এপ্রিল পর্যন্ত অনিয়মিত বিদেশি কর্মীরা সর্বোচ্চ ৫০০ রিঙ্গিত জরিমানা দিয়ে দেশে সহজে প্রত্যাবর্তনের সুযোগ পাবেন।
হাইকমিশন আরও জানিয়েছে, যারা বাংলাদেশে ফিরে যেতে চান, তাদের শেষ মুহূর্তের জন্য অপেক্ষা না করার অনুরোধ জানানো হয়েছে। শেষ সময়ের কাছাকাছি গেলে ইমিগ্রেশন দপ্তরের অনুমতি, বায়োমেট্রিক ও কাগজপত্র সংগ্রহে জটিলতা দেখা দিতে পারে।
তাদের পরামর্শ দেওয়া হয়েছে, যাদের পাসপোর্ট নেই বা পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে, তারা ট্রাভেল পারমিট সংগ্রহ করে প্রয়োজনীয় কার্যক্রম আগে থেকেই সম্পন্ন করুন।
এ প্রক্রিয়ার মাধ্যমে অনিয়মিত কর্মীরা কম খরচে এবং ঝামেলা ছাড়াই দেশে ফিরে যেতে পারবেন।
এসআইবি/এমবি