Logo

জাতীয়

পাঠ্যপুস্তক ব্যবস্থাপনা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে হস্তান্তর সমাধান নয় : টিআইবি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ১৪:১৫

পাঠ্যপুস্তক ব্যবস্থাপনা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে হস্তান্তর সমাধান নয় : টিআইবি

প্রাথমিক ও প্রাক-প্রাথমিক স্তরের পাঠ্যপুস্তক ব্যবস্থাপনার দায়িত্ব জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে হস্তান্তর কোনো স্থায়ী সমাধান আনবে না বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, এটি ‘মাথাব্যথার জন্য মাথা কেটে ফেলার মতো’ সিদ্ধান্ত। বিদ্যমান আইন সংশোধন না করে দায়িত্ব হস্তান্তর করলে গুণগত কোনো পরিবর্তন আসবে না, বরং দুর্নীতি কেবল স্থানান্তরিত হবে।

ড. ইফতেখারুজ্জামান আরও বলেন, এনসিটিবির দীর্ঘদিনের অভিজ্ঞতা উপেক্ষা করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে দায়িত্ব দেওয়া গ্রহণযোগ্য নয়। এতে সংকট ও সমন্বয়হীনতা বাড়বে। তিনি দাবি করেন, দুর্নীতির প্রকৃত কারণ চিহ্নিত না করে বিকেন্দ্রীকরণ কার্যকর হবে না।

টিআইবি মনে করছে, পাঠ্যপুস্তক প্রণয়ন, দরপত্র প্রক্রিয়া, মুদ্রণ, প্রকাশ ও বিতরণ—সব ক্ষেত্রে এনসিটিবিকে পূর্ণ স্বাধীনতা দিতে হবে। এছাড়া অতীতের অনিয়ম-দুর্নীতির অভিযোগগুলো তদন্ত করে দায়ীদের জবাবদিহিতার আওতায় আনা প্রয়োজন।

এসআইবি/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

টিআইবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর