Logo

জাতীয়

হঠাৎ মার্কিন দূতাবাসের নিরাপত্তা জোরদার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ০৭:৫০

হঠাৎ মার্কিন দূতাবাসের নিরাপত্তা জোরদার

ঢাকায় মার্কিন দূতাবাস ঘিরে হঠাৎই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দূতাবাসটির নিরাপত্তায় সোমবার (১৩ অক্টোবর) রাত থেকে যুক্ত হয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিশেষায়িত সোয়াট টিম।

জানা গেছে, রাজধানীর বারিধারা এলাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসকে ঘিরে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। সেখানে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট, বোম্ব ডিসপোজাল টিমসহ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

রাত আড়াইটার দিকে ডিএমপির গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) আলী আহমেদ মাসুদ সাংবাদিকদের বলেন, এটা আমাদের রুটিন ডিউটির অংশ। মাঝেমধ্যে মনে হলে আমরা নিরাপত্তা জোরদার করি। বর্তমানে এখানে সোয়াট ও বোম্ব ডিসপোজাল ইউনিট মোতায়েন আছে। আমিও সরেজমিনে দূতাবাসের সামনে উপস্থিত আছি।

ডিআর/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ঢাকার খবর মার্কিন দূতাবাস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর