-68eddb9d28a45.jpg)
বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আবারও শীর্ষ পাঁচে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ৮টা ৩০ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোরে ১৫৯ পেয়ে ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে।
ওই তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর, যার একিউআই স্কোর ২২১। ভারতের দিল্লি ও কলকাতা যথাক্রমে ১৮৬ ও ১৬৪ স্কোর নিয়ে তৃতীয় ও চতুর্থ স্থানে আছে।
একিউআই মান অনুযায়ী, ৫০ থেকে ১০০ স্কোর হলে বায়ুর গুণমান ‘মাঝারি’ ধরা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরের বায়ু ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। ১৫১ থেকে ২০০ স্কোর ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ ‘খুব অস্বাস্থ্যকর’, আর ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ ধরা হয়। বিশেষজ্ঞরা সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় বাইরে না থাকার পরামর্শ দেন।
এমবি