শাপলা না পেলে নিবন্ধন নেবে কি না, সেটা এনসিপির বিষয় : ইসি সচিব

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১৩:৪৮

ছবি : বাংলাদেশের খবর
এনসিপি শাপলা প্রতীক না পেলে দলটি নিবন্ধন নেবে কি না, সেটি তাদের নিজস্ব বিষয় বলে উল্লেখ করে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, ‘নির্বাচন পরিচালনা বিধিমালায় এ ধরনের প্রতীক বরাদ্দের সুযোগ নেই। তাই কমিশন সিদ্ধান্ত নিয়েছে, শাপলা প্রতীক দেওয়া যাবে না।’
মঙ্গলবার (১৪ অক্টোবর) গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়ের সময় সাংবাদিকের করা এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
ইসি বলেন, ‘এনসিপিকে ১৯ অক্টোবরের মধ্যে বিকল্প প্রতীক জানাতে অনুরোধ করা হয়েছে। তারা যদি বিকল্প প্রতীক না জানায়, কমিশন নিজ বিবেচনায় সিদ্ধান্ত নেবে।’
আখতার আহমেদ বলেন, ‘যদি তারা শাপলা ছাড়া নিবন্ধন নিতে না চায়, সেটি সম্পূর্ণ তাদের বিষয়। নির্বাচন কমিশন তার আইনানুগ দায়িত্ব পালন করবে।’
উল্লেখ্য, সম্প্রতি এনসিপি দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’ দাবি করে নির্বাচন কমিশনে আবেদন করেছিল। তবে জাতীয় ফুল ‘শাপলা’কে প্রতীক হিসেবে বরাদ্দ দেওয়া যাবে না বলে জানায় কমিশন।
ইসি সচিব আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কমিশনের সব প্রস্তুতি পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে। ফেব্রুয়ারি মাসকে লক্ষ্য ধরে নির্বাচনের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
এসআইবি/এএ