Logo

জাতীয়

আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক ২০ অক্টোবর

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১৪:১০

আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক ২০ অক্টোবর

ছবি : বাংলাদেশের খবর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী ২০ অক্টোবর সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনীসহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। 

মঙ্গলবার (১৪ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এ তথ্য জানান ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, ‘নির্বাচন কমিশন সচিবালয় ইতিমধ্যে সংশ্লিষ্ট বাহিনীকে আমন্ত্রণ পাঠিয়েছে। এই বৈঠকে নির্বাচনী আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব বণ্টন, সমন্বয় ও মাঠপর্যায়ের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হবে।’

ফেব্রুয়ারিকে সামনে রেখে কমিশন সব ধরনের প্রস্তুতি এগিয়ে নিচ্ছে জানিয়ে আখতার আহমেদ বলেন, ‘নির্বাচনি প্রস্তুতি একটি চলমান প্রক্রিয়া। আমরা ফেব্রুয়ারিকে লক্ষ্য ধরে সব কাজ করছি।’

ইসি সচিব বলেন, ‘স্থানীয় পর্যবেক্ষক (অবজারভার) যাচাই-বাছাই সচিবালয় ও মাঠপর্যায়ে সমন্বিতভাবে চলছে। আপনারা যে তথ্য দিয়েছেন, তা যাচাই প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করেছে। রাজনৈতিক দলের নিবন্ধন যাচাইয়েও অগ্রগতি হয়েছে; ১২টি দলের বিষয়ে অতিরিক্ত তথ্য সংগ্রহ করা হচ্ছে।’

এদিকে প্রবাসীদের ভোটার নিবন্ধন কার্যক্রম এখন পর্যন্ত ১১টি দেশে চালু হয়েছে। যুক্তরাষ্ট্রের ৪টি শহরে (নিউইয়র্ক, ওয়াশিংটন, মায়ামি ও লস অ্যাঞ্জেলেস) নিবন্ধন শুরু হয়েছে বলে জানান ।

তিনি জানান, অক্টোবরের শেষ সপ্তাহে বা নভেম্বরের প্রথম সপ্তাহে প্রবাসী ভোটার অ্যাপ চালুর আশা করা হচ্ছে।

আখতার আহমেদ, ‘আমরা ফেব্রুয়ারি লক্ষ্য ধরে নির্বাচনী সামগ্রী সংগ্রহ সম্পন্ন করেছি।’

নির্বাচনের সময়সূচি নিয়ে অনিশ্চয়তা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের প্রস্তুতি সম্পূর্ণ। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই।’

এসআইবি/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন নির্বাচন কমিশন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর