Logo

জাতীয়

গণভোট নিয়ে কোনো সিদ্ধান্ত ইসিতে উপস্থাপিত হয়নি : ইসি সচিব

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১৪:২৩

গণভোট নিয়ে কোনো সিদ্ধান্ত ইসিতে উপস্থাপিত হয়নি : ইসি সচিব

ছবি : সংগৃহীত

গণভোট আয়োজনের বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা আলোচনা হয়নি জানিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ‘গণভোট নিয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। সরকার যদি সিদ্ধান্ত নেয়, তখন কমিশন দায়িত্ব অনুযায়ী কাজ করবে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত ইসিতে উপস্থাপিত হয়নি।’

মঙ্গলবার (১৪ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এসব জানান তিনি।

ইসির সিনিয়র সচিব বলেন, ‘গণভোট হবে কি হবে না, কখন হবে—এসব বিষয়ে অনুমাননির্ভর আলোচনা করা সমীচীন নয়।’

এ সময় তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কমিশনের চলমান প্রস্তুতি কার্যক্রম সম্পর্কে আখতার আহমেদ বলেন, ফেব্রুয়ারি লক্ষ্য ধরে সব প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। নির্বাচনী সামগ্রী সংগ্রহ শেষ হয়েছে, দল নিবন্ধন যাচাই ও পর্যবেক্ষক সংস্থাগুলোর যাচাই–বাছাইও চলছে।

তিনি জানান, ২০ অক্টোবর সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন। পাশাপাশি প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম ইতিমধ্যে ১১টি দেশে চালু হয়েছে এবং শিগগিরই মোট ১৯টি দেশে বিস্তৃত হবে।

আখতার আহমেদ আরও বলেন, ‘নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। ফেব্রুয়ারি লক্ষ্য ধরে আমরা প্রস্তুতি নিচ্ছি এবং সব কার্যক্রম পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে।’

এসআইবি/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গণভোট নির্বাচন কমিশন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর