Logo

জাতীয়

জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৩ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১৮:২০

জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৩ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা

ছবি : সংগৃহীত

জিজ্ঞাসাবাদের নামে নির্যাতনের অভিযোগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের ১৩ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বাদী সাবিনা ইয়াসমিনের জবানবন্দি গ্রহণ করে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা মামলাটি গ্রহণ করেন এবং তদন্তের দায়িত্ব দেন অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি)।

মামলার আসামিরা হলেন—সিনিয়র ভেরিফিকেশন অফিসার ইফতেখার হোসেন, কর্মকর্তা সাগর, মেহেদী হাসান প্রিন্স, এক্সিকিউটিভ মেম্বার সাবরিনা আফরোজ শ্রাবন্তী, কর্মকর্তা আফজালুর রহমান সায়েম, সাইদুর রহমান শাহিদ, ফাতেমা আফরিন পায়েল, রেজা তানভীর, রাকিন, শামীম রেজা খান, সোনিয়া আক্তার লুবনা, আলিফ ও জাহিদ।

মামলার আরজিতে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই ফ্যাসিবাদবিরোধী বর্ষাবিপ্লব চলাকালে বাদীর স্বামী ও ছেলে গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরবর্তীতে আহতদের স্বীকৃতি ও ক্ষতিপূরণের দাবিতে তারা ২০২৫ সালের ২০ মার্চ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অফিসে গেলে আসামিরা জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন চালান।

আরজিতে আরও উল্লেখ করা হয়, বাদীর স্বামীকে আলাদা কক্ষে নিয়ে কয়েক ঘণ্টা ধরে শারীরিক নির্যাতন করা হয় এবং বাদীকেও ভয়ভীতি ও মারধর করা হয়। আসামিরা তাদের ভুয়া জুলাই যোদ্ধা বলে হুমকি দেয় এবং জোরপূর্বক মিথ্যা স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করে।

নির্যাতনের ফলে বাদীর স্বামী মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন এবং দীর্ঘদিন চিকিৎসাধীন থাকেন। পরে কিছুটা সুস্থ হলে বাদী আদালতে এ মামলা দায়ের করেন।

আদালত মামলাটি গ্রহণ করে সিআইডিকে দ্রুত তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

এনএমএম/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জুলাই অভ্যুত্থান মামলা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর