Logo

জাতীয়

জাতীয় লীগসহ ৩ দলের কার্যক্রম যাচাইয়ে ইসির তদন্ত কমিটি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১৯:০৫

জাতীয় লীগসহ ৩ দলের কার্যক্রম যাচাইয়ে ইসির তদন্ত কমিটি

ছবি : সংগৃহীত

নিবন্ধনের চূড়ান্ত পর্যায়ে এসে ফের তদন্তের মুখে পড়েছে বাংলাদেশ জাতীয় লীগসহ ৩টি নতুন রাজনৈতিক দল। এদের কেন্দ্রীয় কার্যক্রম ও সাংগঠনিক কাঠামো যাচাইয়ে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (১৪ অক্টোবর) ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাজমুল কবীর স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানা যায়।

ইসির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘বাংলাদেশ জাতীয় লীগকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলেও কিছু গণমাধ্যমে খবর এসেছে যে দলের তেমন কার্যক্রম নেই। কেন্দ্রীয় কার্যালয় নিয়েও সন্দেহ দেখা দিয়েছে। এই প্রেক্ষাপটে দলের কেন্দ্রীয় কমিটি, সক্রিয় কেন্দ্রীয় কার্যালয় ও ধারাবাহিক কার্যক্রম যাচাইয়ে পুনরায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’

চিঠি অনুযায়ী, নিবন্ধনের জন্য ২২টি রাজনৈতিক দলের আবেদন ও সংশ্লিষ্ট কাগজপত্র প্রাথমিকভাবে সঠিক বিবেচিত হওয়ায় মাঠপর্যায়ে তদন্ত করা হয়। জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা যাচাই শেষে প্রতিবেদন জমা দেন, যা কমিশন পর্যালোচনা করে। এই পর্যালোচনায় তিন দল—বাংলাদেশ জাতীয় লীগ, জাতীয় জনতা পার্টি এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ–শাহজাহান সিরাজ)—এর কেন্দ্রীয় কমিটি, সক্রিয় কার্যালয়, ধারাবাহিক কার্যক্রম ও সাংগঠনিক সংযোগ বিষয়ে অধিকতর তদন্তের নির্দেশ দেওয়া হয়।

এই তদন্তের জন্য তিন সদস্যের কমিটি গঠন করেছে ইসি। কমিটির নেতৃত্বে আছেন নির্বাচন ব্যবস্থাপনা-১ শাখার যুগ্ম সচিব মো. আব্দুল হালিম খান। সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, ২টি দল নিবন্ধনের শর্ত পূরণ করেছে—বাংলাদেশ জাতীয় লীগ ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তখন তিনি আরও বলেন, ‘নিবন্ধনের বিষয়ে আরও কয়েকটি দলকে অধিকতর পর্যালোচনা করতে হবে।’ এর মধ্যে ছিল বাংলাদেশ আমজনগণ পার্টি, জাতীয় জনতা পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ–শাহজাহান সিরাজ)।

তবে সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ আমজনগণ পার্টিকে মাঠপর্যায়ে পুনরায় যাচাইয়ের জন্য পাঠানো হয়েছে এবং শর্ত পূরণকারী বাংলাদেশ জাতীয় লীগকেও এ পর্যবেক্ষণ প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে।

ইসির তথ্য অনুযায়ী, নিবন্ধনের জন্য মোট ১৪৩টি দল আবেদন করেছিল। প্রাথমিকভাবে কেউই উত্তীর্ণ না হওয়ায় সময় বাড়ানো হয়। পুনর্বাছাই শেষে শর্ত পূরণে ব্যর্থ হয়ে ১২১টি দলের আবেদন বাতিল হয়। মাঠপর্যায়ে যাচাই করা ২২ দলের মধ্যে ৭টি বাদ পড়ে, ২টি (এনসিপি ও জাতীয় লীগ) নিবন্ধন পায়, ৩টি পর্যালোচনায় থাকে এবং বাকি ১০ দলের বিষয়ে অধিকতর তদন্তের সিদ্ধান্ত নেয় ইসি।

নির্বাচন কমিশন আইন অনুযায়ী, নিবন্ধন পেতে হলে রাজনৈতিক দলের কেন্দ্রীয় কমিটি, অন্তত এক-তৃতীয়াংশ জেলা ও ১০০ উপজেলা কমিটি থাকতে হয় এবং প্রতিটি কমিটিতে ন্যূনতম ২০০ ভোটারের সমর্থন নিশ্চিত করতে হয়।

বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫২টি (আওয়ামী লীগসহ)। ২০০৮ সালের নবম সংসদ নির্বাচনের আগে থেকেই দল নিবন্ধন প্রথা চালু হয়। এ পর্যন্ত ৫৬টি দল নিবন্ধন পেলেও শর্ত পূরণে ব্যর্থতা ও আদালতের নির্দেশে ৫টি দলের নিবন্ধন বাতিল হয়—বাংলাদেশ জামায়াতে ইসলামী, ফ্রিডম পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, পিডিপি ও জাগপা। সাম্প্রতিক আদালতের আদেশে জামায়াতে ইসলামী ও জাগপা নিবন্ধন ফিরে পেলেও ইসি এখন পর্যন্ত শুধু জামায়াতের নিবন্ধন পুনর্বহাল করেছে।

এসআইবি/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নির্বাচন কমিশন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর