Logo

জাতীয়

নিবন্ধন প্রত্যাশী ১০ দলের অধিকতর তদন্তে ইসির আরও ৭ কমিটি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১৯:১৫

নিবন্ধন প্রত্যাশী ১০ দলের অধিকতর তদন্তে ইসির আরও ৭ কমিটি

ছবি : সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে নিবন্ধনের আবেদন করা নতুন ১০ রাজনৈতিক দলের মাঠপর্যায়ের কার্যক্রম যাচাইয়ে আরও ৭টি কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে যুক্ত করা হয়েছে ২১ কর্মকর্তা।

মঙ্গলবার (১৪ অক্টোবর) ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাজমুল কবীর স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, ‘জেলা ও উপজেলা পর্যায় থেকে প্রাপ্ত তদন্ত প্রতিবেদনে কিছু ক্ষেত্রে তথ্যের ঘাটতি ও অপূর্ণতা পাওয়া গেছে। যাচাই কমিটির সুপারিশে ওই ১০ দলের জেলা ও উপজেলা পর্যায়ের অস্তিত্ব ও কার্যকারিতা বিষয়ে অধিকতর তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।’

সাতটি নতুন কমিটি গঠন করা হয়েছে ঢাকা, কুমিল্লা, রাজশাহী, রংপুর, ফরিদপুর, ময়মনসিংহ ও খুলনা অঞ্চলে। প্রতিটি কমিটিতে থাকবেন এক আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, একজন অতিরিক্ত আঞ্চলিক বা সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা এবং একজন উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তা।

ইসির সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, ‘যেসব অঞ্চলে ৫০টির বেশি রাজনৈতিক দলের কার্যালয় যাচাই করতে হবে, সেসব এলাকায় অতিরিক্ত কমিটি গঠন করা হয়েছে।’

এর ফলে আগের ১০টির সঙ্গে নতুন সাতটি মিলিয়ে এখন মোট ১৭টি কমিটি ৫১ কর্মকর্তাকে নিয়ে মাঠপর্যায়ে তদন্ত করবে।

যে ১০ দলের বিষয়ে অধিকতর তদন্ত চলছে—আমজনতার দল, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, ভাসানী জনশক্তি পার্টি, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, জনতার দল, মৌলিক বাংলা, জনতা পার্টি বাংলাদেশ ও বাংলাদেশ আম জনগণ পার্টি।

গত ৯ অক্টোবর বাছাইয়ে উত্তীর্ণ ১০ দলের মাঠপর্যায়ের তদন্তে ১০টি কমিটি গঠন করেছিল ইসি।

ইসি সচিব আখতার আহমেদ বলেন, ‘তদন্তে সবকিছু ইতিবাচক পাওয়া গেলে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত হবে। এরপর দাবী–আপত্তি জানাতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হবে। কোনো আপত্তি এলে শুনানি শেষে নিষ্পত্তি করা হবে।’

নিবন্ধনের জন্য মোট ১৪৩টি দল আবেদন করেছিল। পুনর্বাছাই শেষে শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় ১২১টি দলের আবেদন বাতিল হয়। মাঠপর্যায়ে যাচাই করা ২২ দলের মধ্যে ৭টি বাদ পড়ে, ২টি দল—ন্যাশনাল কংগ্রেস পার্টি (এনসিপি) ও জাতীয় লীগ—নিবন্ধন পায়, ৩টি দলের বিষয় পর্যালোচনায় থাকে এবং ১০ দলের বিষয়ে অধিকতর তদন্তের সিদ্ধান্ত নেয় ইসি।

আইন অনুযায়ী, নিবন্ধনের জন্য দলের কেন্দ্রীয় কমিটি, এক-তৃতীয়াংশ জেলা ও ১০০ উপজেলা কমিটি থাকতে হয়; প্রতিটি কমিটিতে অন্তত ২০০ ভোটারের সমর্থন থাকা বাধ্যতামূলক।

বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫২টি। ২০০৮ সালে নবম সংসদ নির্বাচনের আগে প্রথমবার দল নিবন্ধন প্রথা চালু হয়। এ পর্যন্ত ৫৬টি দল নিবন্ধন পেলেও আদালতের নির্দেশ বা শর্ত পূরণে ব্যর্থতার কারণে পাঁচটি দলের নিবন্ধন বাতিল হয়। সম্প্রতি আদালতের আদেশে জামায়াতে ইসলামী ও জাগপা নিবন্ধন ফিরে পেলেও ইসি এখন পর্যন্ত কেবল জামায়াতের নিবন্ধনই পুনর্বহাল করেছে।

এসআইবি/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর