Logo

জাতীয়

যুক্তরাষ্ট্র প্রবাসীদের জন্য এনআইডি নিবন্ধন শুরু

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ০৭:৫৮

যুক্তরাষ্ট্র প্রবাসীদের জন্য এনআইডি নিবন্ধন শুরু

গ্রাফিক্স : বাংলাদেশের খবর

যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর ফলে এখন থেকে প্রবাসী বাংলাদেশিরা আমেরিকা থেকেই ভোটার হতে এবং এনআইডি-সংক্রান্ত সেবা গ্রহণ করতে পারবেন।

বুধবার (১৫ অক্টোবর) ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ‘আমাদের আমেরিকায় থাকা চারটি মিশন অফিসেই এনআইডি নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। পরীক্ষামূলকভাবে ১০ জন প্রবাসীর এনআইডি কার্ড এখান থেকেই প্রক্রিয়াকরণ করে দেওয়া হয়েছে। এর মধ্য দিয়েই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হলো।’

হুমায়ুন কবীর বলেন, ‘এখন আমেরিকায় যারা ভোটার নিবন্ধন করতে চান বা এনআইডি সেবা নিতে চান, তারা নিয়মিতভাবে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে আবেদন করতে পারবেন। স্থানীয় মিশন অফিসগুলোতে আমাদের প্রশিক্ষিত টেকনিক্যাল টিম থাকবে, যাতে কোনো জটিলতা দেখা দিলে দ্রুত সমাধান দেওয়া যায়।’

ইসি সূত্রে জানা গেছে, প্রবাসী বাংলাদেশিদের জন্য এনআইডি কার্যক্রম ১১টি দেশের ১৭টি স্টেশনে চালু রয়েছে। দেশগুলো হলো— সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইতালি, যুক্তরাজ্য, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান ও যুক্তরাষ্ট্র।

নির্বাচন কমিশন প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও বায়রার সহযোগিতায় ৪০টি দেশে এই কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে। এসব দেশে মোট প্রবাসীর সংখ্যা এক কোটি ৪০ লাখ ৪৬ হাজার ৫৩৪ জন। এর মধ্যে সর্বাধিক ৪০ লাখ ৪৯ হাজার ৫৮৮ জন আছেন সৌদি আরবে এবং সর্বনিম্ন ২ হাজার ৫০০ জন নিউজিল্যান্ডে।

এসআইবি/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নির্বাচন কমিশন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর