Logo

জাতীয়

রাকসু নির্বাচনে নিরাপত্তায় ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১২:০০

রাকসু নির্বাচনে নিরাপত্তায় ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

ছবি : সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশেপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তা নিশ্চিতের অংশ হিসেবে ৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এ তথ্য জানান৷ 

তিনি বলেন, ‘বিজিবির পাশাপাশি অতিরিক্ত পুলিশ, র‍্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরাও মাঠে রয়েছেন। পুরো ক্যাম্পাসে প্রবেশে কড়া তল্লাশি চালানো হচ্ছে।’

এদিকে রাকসু নির্বাচনে সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা বিকেল পর্যন্ত চলবে। নির্বাচনে অংশ নিচ্ছেন বিভিন্ন ছাত্র সংগঠনের প্রার্থী ও স্বতন্ত্র প্রতিনিধিরা।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার জানান, নির্বাচনকে ঘিরে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয়, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

এনএমএম/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর