Logo

জাতীয়

এনসিপির ‘না’, আশাবাদী আলী রীয়াজ

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১৪:৩০

এনসিপির ‘না’, আশাবাদী আলী রীয়াজ

আইনিভিত্তি ও বাস্তবায়ন আদেশের নিশ্চয়তা ছাড়া জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের অংশীদার হবে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির এমন সিদ্ধান্তকে ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) জাতীয় সংসদে স্থাপিত কমিশনের কার্যালয়ে অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘আমরা বুঝতে পারি, এটা একটি রাজনৈতিক অবস্থান। তবে এখনো আমরা আশাবাদী, সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে তারা (এনসিপি) সনদে স্বাক্ষর করবে।’

এর আগে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আইনিভিত্তি ও বাস্তবায়ন আদেশের নিশ্চয়তা ছাড়া জুলাই সনদে স্বাক্ষর করা অর্থহীন হবে। তাই এসব নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত এনসিপি সনদ স্বাক্ষর অনুষ্ঠানের অংশীদার হবে না।

আরও পড়ুন : আইনিভিত্তি ছাড়া জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে না এনসিপি 

বৃহস্পতিবার সকালে বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আমরা যদি আইনিভিত্তি ও আদেশের নিশ্চয়তা ছাড়া সনদে স্বাক্ষর করি, তাহলে সেটি মূল্যহীন হবে। পরবর্তী সরকার সেটি কতটা বাস্তবায়ন করবে বা কীভাবে টেক্সট পরিবর্তন করবে, সেই নিশ্চয়তা আমাদের দরকার।

তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশটি সনদ স্বাক্ষরের আগেই প্রকাশ করতে হবে। জনগণের সার্বভৌম অভিপ্রায় অনুযায়ী সেই আদেশ প্রধান উপদেষ্টা জারি করবেন। এর খসড়ায় রাজনৈতিক ঐকমত্য না হলে স্বাক্ষরের প্রশ্নই আসে না। নাহিদ ইসলাম দাবি করেন, যেহেতু ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থানের শক্তিতে সরকার গঠন করেছেন, তাই সনদ বাস্তবায়নের আদেশ তিনি ‘গভর্নমেন্ট’ হিসেবে জারি করবেন, প্রেসিডেন্ট হিসেবে নয়।

আলী রীয়াজ বলেন, ‘কমিশন আগেই বলেছে সনদ স্বাক্ষরের করে বাস্তবায়নের সুপারিশ যত দ্রুত সম্ভব সরকারকে দেবে। আমরা আশা করি তারা সনদে স্বাক্ষর করবে।’

জুলাই জাতীয় সনদের ৮৪টি প্রস্তাবের মধ্যে মাত্র একটিতে এনসিপির নোট অব ডিসেন্ট রয়েছে। তাদের সে অবস্থানটিকে ইতিবাচক বলে মনে করে কমিশন। কারণ, দলটি চায় আগামী নির্বাচনে ১৫ শতাংশ আসনে নারীদের সরাসরি নির্বাচন, যেখানে কমিশনের প্রস্তাবে ৫ শতাংশ আসনে সরাসরি নির্বাচনের প্রস্তাব করা হয়েছে।

আলী রীয়াজ বলেন, আমাদের প্রস্তাবে যেসব সংস্কারের কথা বলা হয়েছে, সেগুলো নিয়ে তাদের ভিন্নমত নেই। এটা বাস্তবায়নের ক্ষেত্রে তারা একটা রাজনৈতিক শক্তি হিসেবে কাজ করবে।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাতীয় নাগরিক পার্টি জাতীয় ঐকমত্য কমিশন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর