মিরপুরের অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১৬:৪৩
---2025-10-16T164106-68f0cc564affa.jpg)
ছবি : সংগৃহীত
রাজধানীর মিরপুরের রূপনগরে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর সাত সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া শাখার কর্মকর্তা তালহা বিন জসীম বাংলাদেশের খবরকে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘ফায়ার সার্ভিসের উপপরিচালকের নেতৃত্বে গঠিত এই কমিটি অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ ও উদ্ধার কার্যক্রমে কোনো ঘাটতি ছিল কিনা তা খতিয়ে দেখবে।’
তিনি আরও বলেন, ‘আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।’
- এনএমএম/এমআই