‘মার্চ টু যমুনা’ স্থগিত, অনশনে বসবেন এমপিও শিক্ষকরা

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১৯:০৪
---2025-10-16T185842-68f0ed6607b78.jpg)
ছবি : বাংলাদেশের খবর
‘মার্চ টু যমুনা’ কর্মসূচি স্থগিত করে আমরণ অনশন কর্মসূচি ঘোষণা করেছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এই সিদ্ধান্ত ঘোষণা করেন এমপিওভুক্ত শিক্ষক প্রত্যাশী জোটের সদস্য সচিব প্রিন্সিপাল মাওলানা দেলাওয়ার হোসেন আজিজী।
তিনি বলেন, ‘আমরা শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছি, কিন্তু কোনো ইতিবাচক প্রতিক্রিয়া পাইনি। নানা কারণে মার্চ টু যমুনা কর্মসূচি আপাতত স্থগিত করেছি। আমরা মনে করছি, আমাদের সরলতার সুযোগে একটি চক্র বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। তাই আপাতত শহীদ মিনারেই অবস্থান করব। দাবি পূরণ না হলে আমরা আমরণ অনশনে যাব।’
এর আগে দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ১৬ সদস্যের প্রতিনিধিদল শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার ও শিক্ষা সচিব রেহানা পারভীনের সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে শিক্ষা উপদেষ্টা জানান, অর্থ উপদেষ্টা দেশে ফেরার পর আগামী অর্থবছর থেকে শিক্ষকদের বাড়িভাড়া ভাতা ১০ শতাংশ বৃদ্ধি করার বিষয়ে উদ্যোগ নেওয়া হবে। অন্যদিকে শিক্ষা সচিব রেহানা পারভীন আশ্বস্ত করেন, আগামী ১ নভেম্বর থেকে ৫ শতাংশ বা সর্বনিম্ন ২ হাজার টাকা বাড়িভাড়া ভাতা দেওয়ার ব্যবস্থা করা হবে।
তবে শিক্ষকরা এই প্রস্তাবে সন্তুষ্ট হননি। তারা বিকেল ৫টা পর্যন্ত সময় বেঁধে দিয়ে সরকারকে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান। সরকার কোনো ইতিবাচক সাড়া না দেওয়ায় তারা ‘মার্চ টু যমুনা’ স্থগিত করে অনশন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
- এনএমএম/এমআই