
জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ তৃতীয় দফায় বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনে কমিশনের মেয়াদ আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত জানায়।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১২ ফেব্রুয়ারি সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। কমিশনকে প্রাথমিকভাবে ছয় মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছিল। সেই মেয়াদ শেষ হয় গত ১৫ আগস্ট।
তবে কমিশনের কাজ সম্পন্ন না হওয়ায় এর আগে দুই দফায় এক মাস করে মেয়াদ বাড়ানো হয়। সর্বশেষ তৃতীয় দফায় আরও ১৫ দিনের মেয়াদ বাড়াল সরকার।
জাতীয় ঐকমত্য কমিশনকে ছয়টি সংস্কার কমিশনের প্রতিবেদন পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ ও ঐকমত্যের ভিত্তিতে চূড়ান্ত প্রস্তাব তৈরি করার দায়িত্ব দেওয়া হয়েছে।
ইতোমধ্যে কমিশন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে একাধিক দফায় সংলাপ করেছে। রাজনৈতিক সংস্কার ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিষয়ে ঐকমত্যে পৌঁছানোর লক্ষ্যে এই সংলাপগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে জানা গেছে।
কমিশনের সঙ্গে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্যের ভিত্তিতে প্রণীত ‘জুলাই সনদ’–এ আগামী শুক্রবার রাজনৈতিক দলগুলো আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করবে।
এমএইচএস