Logo

জাতীয়

ত্রিপুরায় ৩ বাংলাদেশিকে পিটিয়ে হত্যায় গভীর উদ্বেগ প্রকাশ ঢাকার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ১২:৩৭

ত্রিপুরায় ৩ বাংলাদেশিকে পিটিয়ে হত্যায় গভীর উদ্বেগ প্রকাশ ঢাকার

ভারতের ত্রিপুরায় গণপিটুনিতে তিন বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ সরকার।

শুক্রবার (১৭ অক্টোবর) এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ ধরনের নৃশংস ঘটনা মানবাধিকার ও আইনের শাসনের সুস্পষ্ট লঙ্ঘন। ঘটনাটির স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত করে অপরাধীদের বিচারের মুখোমুখি করতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা। একইসঙ্গে ভবিষ্যতে এমন অমানবিক ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছে মন্ত্রণালয়।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হবিগঞ্জ ব্যাটালিয়নের তথ্য অনুযায়ী, গত বুধবার (১৫ অক্টোবর) ত্রিপুরার খোয়াই জেলার কারেঙ্গিছড়া এলাকায় স্থানীয়দের গণপিটুনিতে নিহত হন তিন বাংলাদেশি নাগরিক। তারা হলেন, হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আলীনগর গ্রামের মৃত আশ্বব উল্লার ছেলে জুয়েল মিয়া (৩০), বাসুল্লা গ্রামের কনা মিয়ার ছেলে পণ্ডিত মিয়া (৪৯) ও কবিলাশপুর গ্রামের কুদ্দুছ মিয়ার ছেলে সজল মিয়া (২৫)।

বিজিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনাস্থলটি সীমান্তের শূন্যরেখা থেকে চার থেকে পাঁচ কিলোমিটার ভেতরে, ভারতের ৭০ বিএসএফ ব্যাটালিয়নের আওতাধীন এলাকায়।

এর আগে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ নিহতদের মরদেহ চুনারুঘাট থানা পুলিশের মাধ্যমে স্বজনদের কাছে হস্তান্তর করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতরা গত মঙ্গলবার (১৪ অক্টোবর) ভারতে কাজের উদ্দেশে বাড়ি থেকে বের হয়েছিলেন। ধারণা করা হচ্ছে, সীমান্ত পেরিয়ে প্রবেশের পরই তারা স্থানীয়দের হামলার শিকার হন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রতিবেশী ও বন্ধুত্বপূর্ণ দুই দেশের নাগরিকদের নিরাপত্তা রক্ষায় ভারতের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করে বাংলাদেশ।

এনএমএম/এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিজ্ঞপ্তি প্রকাশ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর