জুলাই সনদের আইনিভিত্তির দাবিতে সংসদ প্রাঙ্গণে জুলাইযোদ্ধারা

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ১৩:১৬

জাতীয় জুলাই সনদের আইনিভিত্তি নিশ্চিত করার দাবিতে সংসদ ভবন এলাকায় প্রবেশ করে অবস্থান নিয়েছেন জুলাইযোদ্ধারা।
শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ১১টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ গেট দিয়ে প্রথমে প্রবেশের চেষ্টা করেন বিক্ষুব্ধ জুলাইযোদ্ধারা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ফটক খুলে দিলে তারা মূল মঞ্চের সামনে গিয়ে জড়ো হন।
এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং সরকারের প্রতি দাবি জানান, জুলাই সনদে যেন তাদের স্বীকৃতি ও অবদান যথাযথভাবে অন্তর্ভুক্ত করা হয়। মঞ্চ থেকে মাইকে ঘোষণা দিয়ে আয়োজকরা সবাইকে শান্ত হয়ে নির্ধারিত আসনে বসার আহ্বান জানান। পরে জুলাইযোদ্ধারা মঞ্চ ও অতিথিদের নির্ধারিত স্থানে বসে পড়েন।
জুলাইযোদ্ধাদের অভিযোগ, তাদের অবমূল্যায়ন করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে তাদের কোনো খোঁজখবর নেওয়া হয়নি। তারা বলেন, জুলাই সনদে আমাদের ভূমিকার স্বীকৃতি নেই, অথচ এই সনদ আমরা আন্দোলন করে আদায় করেছি।
শুক্রবার বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে জুলাই জাতীয় সনদের স্বাক্ষর অনুষ্ঠান। যেখানে উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
এদিকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, তারা এ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে না। বৃহস্পতিবার গভীর রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটি জানায়, এ অনুষ্ঠানের মাধ্যমে কোনো আইনিভিত্তি তৈরি হবে না; এটি কেবল আনুষ্ঠানিকতা মাত্র।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এনসিপি বহুবার সনদের আইনিভিত্তির প্রয়োজনীয়তার কথা জানিয়েছে। আইনি নিশ্চয়তা ছাড়া এ ধরনের আয়োজন ‘জুলাই ঘোষণাপত্র’-এর মতো আরেকটি একতরফা দলিলে পরিণত হবে বলে দলটির আশঙ্কা।
তবে ঐকমত্য কমিশন যেহেতু সময় বাড়িয়েছে, সেহেতু কমিশনের পরবর্তী প্রক্রিয়ায় অংশ নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরবে এনসিপি। দাবিগুলো পূরণ হলে তারা ভবিষ্যতে স্বাক্ষর প্রক্রিয়ায় যোগ দেবে বলে জানিয়েছে দলটি।
এনএমএম/এমবি