Logo

জাতীয়

আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির সংলাপে যেসব বিষয়ে আলোচনা হবে

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ১৩:৫০

আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির সংলাপে যেসব বিষয়ে আলোচনা হবে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে এক ডজন বড় চ্যালেঞ্জ চিহ্নিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় নির্ধারণে আগামী সোমবার (২০ অক্টোবর) আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসছে সংস্থাটি।

শনিবার (১৮ অক্টোবর) ইসির একাধিক কর্মকর্তা জানিয়েছেন, বৈঠকে মূলত নির্বাচনের সময় নিরাপত্তা পরিস্থিতি, অবৈধ অস্ত্র নিয়ন্ত্রণ, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য প্রতিরোধ ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতকরণসহ নানা বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।

ইসির এক কর্মকর্তা বলেন, রোববার (১৯ অক্টোবর) আমরা নিজেরা একটি প্রাক-প্রস্তুতিসভা করব। সেখানে প্রায় এক ডজন চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এসব বিষয়ই সোমবার আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংলাপে উপস্থাপন করা হবে।

এর আগে ১১ অক্টোবর চট্টগ্রাম বিভাগে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টদের সঙ্গে এক বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে নিরাপত্তা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।’

২০ অক্টোবরের এ মতবিনিময় সভায় উপস্থিত থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, মহাপুলিশ পরিদর্শক (আইজিপি), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্টগার্ড, আনসার ও ভিডিপি, ডিজিএফআই, এনএসআই, এনটিএমসি, র‌্যাবের মহাপরিচালক এবং স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ও সিআইডির অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শকরা।

ইসির নির্ধারিত ১২ চ্যালেঞ্জ :

১. ভোটগ্রহণ কর্মকর্তা ও ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতকরণ।

২. নির্বাচনি এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা।

৩. সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও সংখ্যালঘুদের নিরাপত্তা।

৪. আইনশৃঙ্খলা বাহিনীগুলোর কার্যক্রমে সমন্বয় ও সংহতকরণ।

৫. অবৈধ অস্ত্র ব্যবহার রোধ ও নিয়ন্ত্রণ।

৬. বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের নিরাপত্তা সহায়তা।

৭. সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য ও কৃত্রিম প্রযুক্তি-নির্ভর প্রচারণা রোধে কৌশল নির্ধারণ।

৮. পোস্টাল ভোট ব্যবস্থাপনা।

৯. নির্বাচনকালীন সময়ে সশস্ত্র বাহিনী মোতায়েন পরিকল্পনা।

১০. অবৈধ অনুপ্রবেশকারীদের নিয়ন্ত্রণ।

১১. অঞ্চল, জেলা ও উপজেলা পর্যায়ের নির্বাচন অফিসের নিরাপত্তা নিশ্চিতকরণ।

১২. পার্বত্য ও দুর্গম এলাকায় নির্বাচনি দ্রব্য পরিবহন ও ভোটগ্রহণ কর্মকর্তাদের হেলিকপ্টার সহায়তা প্রদান এবং ড্রোন ক্যামেরা ব্যবহার নিষিদ্ধকরণ।

ইসি সূত্রে জানা গেছে, আসন্ন নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকে কেন্দ্র করে আলাদা সেল গঠনের বিষয়েও আলোচনা হতে পারে। পাশাপাশি গোয়েন্দা সংস্থাগুলোর পরামর্শের ভিত্তিতে শান্তিশৃঙ্খলা রক্ষায় বিশেষ পরিকল্পনা গ্রহণ করবে কমিশন।

এসআইবি/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন নির্বাচন কমিশন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর