
শাপলা প্রতীক ইস্যুতে নির্বাচন কমিশনে (ইসি) যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (১৯ অক্টোবর) সকাল ১১টায় দলটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন।
দলটির সংশ্লিষ্ট সূত্র জানায়, এ সাক্ষাতে এনসিপির প্রতীক বরাদ্দের বিষয়টি নিয়ে আলোচনা হবে। নির্বাচন কমিশন দলটিকে নিবন্ধনের অনুমোদন দিলেও কাঙ্ক্ষিত শাপলা প্রতীক না পেলে নিবন্ধন নেবে না বলে জানিয়েছে এনসিপি।
এ বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ‘নির্বাচন পরিচালনা বিধিমালায় এ ধরনের প্রতীক বরাদ্দের সুযোগ নেই। তাই কমিশন সিদ্ধান্ত নিয়েছে, শাপলা প্রতীক দেওয়া যাবে না।’
তিনি আরও জানান, এনসিপিকে ১৯ অক্টোবরের মধ্যে বিকল্প প্রতীক জানাতে অনুরোধ করা হয়েছে। ‘তারা যদি বিকল্প প্রতীক না জানায়, কমিশন নিজ বিবেচনায় সিদ্ধান্ত নেবে।’
সচিব আরও যোগ করেন, ‘যদি তারা শাপলা ছাড়া নিবন্ধন নিতে না চায়, সেটি সম্পূর্ণ তাদের বিষয়। নির্বাচন কমিশন তার আইনানুগ দায়িত্ব পালন করবে।’
এসআইবি/এমবি